ভূআলোড়নের প্রভাবে কেরলের মালাবার উপকূলে ভূউত্থান ও নিমজ্জনের ফলে অসংখ্য জলাভূমি বা উপহ্রদের সৃষ্টি হয়েছে , এগুলিকে কেরলের স্থানীয় ভাষায় বলা হয় কয়াল । যেমন — ভেম্বানাদ ( বৃহত্তম ) , অষ্টমুদি ইত্যাদি ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।