রাজস্থানের মরু অঞ্চলের পূর্বদিকে আরাবল্লি পর্বতের পাদদেশে অল্প বালুকাময় স্যানকে বাগর বলে । বাগর অঞ্চলের পশ্চিমে আরাবল্লি পর্বত থেকে উদ্ভূত ছোটো ছোটো নদীর দ্বারা সঞ্চয়ের ফলে সৃষ্ট প্লাবনভূমিকে বলা হয় রোহি ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।