রকেট আমরা যেভাবে দেখি তাতে মূলত একাধিক অংশ থাকে। রকেটে যে জ্বালানি ব্যাবহৃত হয় তা হলো তরল অক্সিজেন। এছাড়া এতে অনেক সময় তিমি মাছের তেলও ব্যবহৃত হয়। রকেট উৎক্ষেপনের সময়, Combustion Chamber এ তরল অক্সিজেন জ্বালিয়ে যে প্রচন্ড Combustion হয় তা নিচের দিক দিয়ে নির্গত হয়।