উত্তল লেন্সের আলোক কেন্দ্র হতে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। প্রতিসরণের পর আলোক রশ্মিসমূহ প্রধান ফোকাসে প্রকৃতপক্ষে মিলিত হয় বলে এক্ষেত্রে প্রধান ফোকাস বিন্দুটি ধনাত্মক এবং ফোকাস দূরত্বও ধনাত্মক। উত্তল লেন্স অভিসারী ক্ষমতাসম্পন্ন বলে এর ক্ষমতা ধনাত্মক এবং ফোকাস দূরত্ব ক্ষমতার বিপরীত রাশি বলে এটিও ধনাত্মক।