নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন স্বচ্ছ মাধ্যম থেকে লঘুতর বা হালকা স্বচ্ছ মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ মাণ 900 হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেষে চলে যায় তখন ঐ রশ্মির আপতন কোণকে লঘুতর বা হালকা মাধ্যমের সাপেক্ষে ঘনতর মাধ্যমের ক্রান্তি কোণ বলে।