ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণের বেলায় আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বৃহত্তর মানের হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। আপতন কোণের মান বাড়াতে থাকলে প্রতিসরণ কোণের মানও বাড়তে থাকে। এক পর্যায়ে আপতন কোণের নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ সর্বোচ্চ অর্থাৎ 900 হয় এবং প্রতিসরিত রশ্মি মাধ্যমদ্বয়ের বিভেদতল ঘেঁষে যায়, এই আপতন কোণকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে।