লর্ড সভার সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর। লর্ড চ্যান্সেলর ব্রিটিশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পদস্থ ব্যক্তি। তিনি লর্ড সভার সদস্য, প্রধানমন্ত্রীর ক্যাবিনেটের সদস্য এবং প্রধান বিচারালয়ের একজন বিচারপতি।
লর্ড চ্যান্সেলরের দায়িত্বগুলির মধ্যে রয়েছে:
বর্তমান লর্ড চ্যান্সেলর হলেন রবার্ট বার্ক। তিনি ২০২২ সালের ১৫ই সেপ্টেম্বর এই পদে নিযুক্ত হন।
লর্ড সভার সভাপতিত্বের দায়িত্বটি ঐতিহাসিকভাবে রাজা বা রানির ছিল। ১৭০১ সালের নিষ্পত্তি আইনের মাধ্যমে এই দায়িত্ব লর্ড চ্যান্সেলরের হাতে ন্যস্ত করা হয়।