অসদ বিম্বের বৈশিষ্ট্য নিম্নরূপ- ১. দর্পণের যে পাশে বস্তু থঅকে তার বিপরীত পাশে অসদবিম্ব গঠিত হয়। ২. অসদ বিম্ব সর্বদা সমশীর্ষ বা সোজা হয়। ৩. অসদ বিম্ব আকারে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু অপেক্ষা বড় বা বস্তুর সমান হয় কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু অপেক্ষা ছোট বা বস্তুর সমান হয়।