যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ ক্রমশ: পুরু তাকে অবতল লেন্স বলে। অবতল লেন্সে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর নির্গত হওয়ার সময় অপসারী গুচ্ছে পরিণত হয় বলে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।