উৎসের কম্পাঙ্ক 20Hz থেকে 20,000Hz এর মধ্যে সীমিত থাকলেই কেবল আমরা শব্দ শুনতে পাই। একে শ্রাব্যতার পাল্লা বলে। তরঙ্গের পাল্লা 20,000Hz এর চেয়ে বেশি হলে তাকে শব্দোত্তর তরঙ্গ বলে এবং পাল্লা 20Hz এর কম হলে তাকে শব্দেতর তরঙ্গ বলে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।