সরলছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ: (ক) এটি একটি পর্যাবৃত্ত গিত। (খ) এটি একটি স্পন্দন গতি। (গ) এটি সরলরৈখিক গতি। (ঘ) যেকোনো সময় ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক। (ঙ) ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।