তরঙ্গের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়- (ক) মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয় কিন্তু কণাগুলো স্থায়ী স্থানান্তর হয় না। (খ) যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। (গ) তরঙ্গ একস্থান থেকে অন্যস্থানের শক্তি সঞ্চালন করে। (ঘ) তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। (ঙ) তরঙ্গের প্রতিফলন ও উপরিপাতন ঘটে।