সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বুঝা যায় তাকে তীক্ষ্মতা বা পীচ বলে। তীক্ষ্মতা উৎসের কম্পাঙ্কের ওপর নির্ভর করে। কম্পাঙ্ক যত বেশি হয়, সুর যত চড়া হয় এবং তীক্ষ্মতা বা পীচ ততো বেশি হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।