অগ্রগামী তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলো সমবিস্তারে কাঁপতে থাকে। তবে বিভিন্ন দশার কারণে যেকোনো মুহূর্তে মাধ্যমের কণাগুলো বিভিন্ন অবস্থায় থাকে বলে সেই মুহূর্তে বিভিন্ন কণার বেগ বিভিন্ন থাকে। তবে সকল সমদশা সম্পন্ন কনার বেগ সমান। যেমন সাম্যবিন্দুতে সকল কণার বেগের মান সমান ও সর্বাধিক। তরঙ্গের শীর্ষ ও পাদ বিন্দুতে অবস্থিত কণাগুলোর বেগ শূন্য থাকে। যেহেতু সরল ছন্দিত স্পন্দনে কল্পিত কণার ত্বরণ তার সরণের সমানুপাতিক্ বেং বিপরীতমুখী তাই বিভিন্ন অবস্থানের কণার বেগ বিভিন্ন হয়।