কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বল যদি সর্বদা বস্তুর গতিপথের মধ্য বিন্দুর অভিমুখী হয় এবং ঐ বিন্দু থেকে বস্তুর সরণ সমানুপাতিক হয় তবে সেই বলের অধীনে বস্তুর গতিকে সরল দোলগতি বলে। যেমন- স্বল্প বিস্তারের সরল দোলকের গতি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।