গণনাঙ্কের উপর চাপের প্রভাবে বরফ টুকরা দুটি চেপে ধরলে জোড়া লেগে যায়। যখন বরফ টুকরো দুটির ওপর চাপ দেওয়া হয় তখন এদের সংযোগস্থলের গলনাঙ্ক 00C00C এর নিচে নেমে আসে। কিন্তু সংযোগস্থলের তাপমাত্রা 00C00C থাকায় ঐ জায়গার বরফ গলে যায়। আবার চাপ অপসারণ করা হলে গলনাঙ্ক আবার 00C00C তাপমাত্রায় চলে আসে। ফলে সংযোগস্থলের বরফগলা পানি জমাট বেধে টুকরো দুটিকে জোড়া লাগিয়ে দেয়।