কোনো বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে তাপের প্রয়োজন হয়, তাকে ঐ বস্তুর তাপ ধারণক্ষমতা বলে। আবার 1 kg ভরের বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে তাপের প্রয়োজন হয়, তাকে আপেক্ষিক তাপ বলে। সুতারাং উপরিউক্ত সংজ্ঞানুসারে বলা যা একক ভরের তাপধারণ ক্ষমতাই আপেক্ষিক তাপ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।