একখন্ড লোহার ওজন সমআয়তন পানির ওজনের তুলনায় বেশি। তাই প্লবতা লোহার খন্ডের ওজনকে নাকচ করতে না পারায় এটি পানিতে ডুবে যায়। কিন্তু লোহার তৈরি একটি জাহাজের ওজন অপসারিত পানির ওজনের তুলনায় অনেক কম। তাই এটি পানিতে ভাসে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।