কোনো বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি তার আয়তনের সামন তরল অপসারিত করে। এই অপসারিত তরলের ওজন বস্তুর উপর উর্ধ্বমুখী ক্রিয়া করে একে প্লবতা বলে। যদি বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি হয় তবে ঐ তরলে বস্তুটি নিমজ্জিত হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।