প্যাসকেলের সূত্রটি হলো- আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সর্বত্র সুষমভাবে ছড়িয়ে পড়ে এবং এ চাপ পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।