ঘর্ষণ হলো এক ধরনের বাধাদানকারী বল, যা বস্তুর গতিকে মন্থর করে। ঘর্ষণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যা সৃষ্টি করলেও চলাচল ও যানবাহন চালনার জন্য ঘর্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো বস্তুর গতির ওপর ঘর্ষণের ব্যাপক প্রভাব রয়েছে। ঘর্ষণ পাবার জন্যই টায়ারের পৃষ্ঠ অমসৃণ এবং খাঁজ কাটা থাকে। একই উদ্দেশ্যে রাস্তার মসৃণতা নিয়ন্ত্রণ করা হয়। গতি নিয়ন্ত্রণে যে ব্রেকিং বল প্রয়োগ করা হয় তাও এক প্রকার ঘর্ষণ বল।