একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিযা ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। রাইফেলের পশ্চাৎ বেগের কারণ হলো, গুলির ভরবেগ। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী গুলির ভরবেগের সমান ও বিপরীত ভরবেগ রাইফেল অর্জন করায় পশ্চাৎ বেগ অর্জন করে।