পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসে মৌলিক কণা (যেমন প্রোটন ও নিউট্রন) এর মধ্যে যে স্বল্প মানের ও স্বল্প মানের ও স্বল্প পাল্লার বল ক্রিযা করে তাকে দূর্বল নিউক্লিয় বল বলে। এ্রই বলের পাল্লা 1016m এর কম। অর্থাৎ কণাগুলো এই দূরত্বের বেশি দূরত্বে থাকলে এই বল কার্যকর হয় না। এই বলের কারণে বিটা ক্ষয় ও তেজস্ক্রিয় ভাঙ্গন সংগঠিত হয়।