একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া-প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ, দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে, সংঘষর্ের পূবর্ের ও পরের ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।