একটি বই টেবিলের উপর স্থির থাকলেও বইটির উপর খাড়া নিচের দিকে ওজন বল কাজ করছে এবং নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী টেবিল বইটির উপর সমপরিমাণ উর্ধ্বমুখী বল F প্রয়োগ করছে। এই বল দুটির মান সমান ও বিপরীতমুখী হওয়ায় প্রযুক্ত লব্ধি বলে মান শূন্য। অর্থাৎ বইটির ওপর সাম্য বল ক্রিয়া করছে। কারণ- আমরা জানি কোন বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে সাম্যবল বলে।