আমরা জানি, বেগ হলো পারিপার্শিকের সাপেক্ষে বস্তুর সরণের হার। সময়ের সাথে এই হারের পরিবর্তন না হলে সংশ্লিষ্ট বেগকে সুষম বেগ রূপে বিবেচনা করা হয়। যেমন, কোনো বস্তু নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে থাকলে এর বেগকে সুষম ধরা হবে। উৎস হতে শব্দ উৎপন্ন হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়লেও উৎপন্ন শব্দ তরঙ্গগুলোর কোনো নির্দিষ্ট একটি, যেদিকে যাওয়া শুরু করে, সেদিকেই সমান মানের বেগে অগ্রসর হতে থাকে বলে বায়ুতে শব্দের বেগকে সুষম বেগ হিসেবে ধরা হয়।