সাধারণভাবে আমরা সাধারণ কথাবার্তায় দ্রুতি বোঝাতে বেগ শব্দটি ব্যবহার করলেও বিজ্ঞানের ভাষায় বেগ ও দ্রুতি এক নয়। দ্রুতি স্কেলার রাশি এবং বেগ ভেক্টর রাশি। একক সময় কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত পথের দৈর্ঘ্যই দ্রুতি আর নির্দিষ্ট দিকে একক সময় বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে এর বেগ বলে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।