(ক) অতিক্রান্ত দূরত্ব: গতিশীল কণার প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যবর্তী পথের দৈর্ঘ্য বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব। সরণ: একটি নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তু কণার অবস্থানের পরিবর্তনই বস্তুর সরণ। (খ) অতিক্রান্ত দূরত্ব: অতিক্রান্ত দূরত্বের শুধু মান আছে; দিক নেই। তাই এটি স্কেলার রাশি। সরণ: সরণের মান ও দিক উভয়ই আছে বলে এটি ভেক্টর রাশি। (গ) অতিক্রান্ত দূরত্ব: কোনো গতিশীল কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না। সরণ: কোনো গতিশীল কণার সরণ শূন্য হতে পারে।