এ ভৌত জগতে পরিমাপযোগ্য যা কিছু সবই রাশি। আর প্রত্যেকটি ভৌত রাশিকে পরিমাপের জন্য একক নির্ধারণ অবশ্যই প্রয়োজন। কারণ- যদি বলা হয়, কোনো একটি বস্তুর দৈর্ঘ্য 10 তবে এটি দ্বারা বস্তুর সম্পর্কে প্রকৃত ধারণা পাওয়া যায় না। প্রকৃত ধারণা পাওয়ার জন্য দৈর্ঘের সংখ্যাগত মানের পাশে একক ব্যবহার করতে হয়। যেমন একটি বস্তুর দৈর্ঘ্য 10 মিটার।