প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের একভাগ কতটুকু ছোট তাকেই ভার্নিয়ার ধ্রুবক বলে।
ধরা যাক, ভার্নিয়ার স্কেলে দশটি ভঅগ আছে তথা দশটি দাগকাটা আছে। এই দশ ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ভাগের সমান।
যদি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য s এবং ভার্নিয়ার ভাগসংখ্যা n হলে, ভার্নিয়ার ধ্রুবক, VC = s/n।
এক্ষেত্রে, s=1mm এবং n=20 ভাগ হলে,
ভার্নিয়ার ধ্রুবক = 1/20=0.1mm