আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মাথা ব্যাথা দেখা দিলে প্রথমেই আপনার কাজ হবে নিজেকে শান্ত করা । এরপর মাথা ব্যাথার জন্য আপনি নির্দিষ্ট ডোজে প্যারাসিটামাল খাবেন । এরপর দেখতে হবে কেন আপনার কেন মাথা ব্যাথা হচ্ছে। হঠাত মাথা ব্যাথা হলে শুরু হয় তবে ধারনা করা যায় এটা টেনশন বা স্ট্রেস থেকে হচ্ছে , বা ব্লাড প্রেশার বেড়ে গেছে বা ব্লাড সুগার কমে গেছে , ঘুম না হওয়া বা রেস্ট কম হবার কারনে হচ্ছে । আপনি প্রতিদিন নিয়মিত ৭-৮ ঘন্টা ঘুমান এবং টেনশন কম করুন । আপনার যদি প্রায় ই এমন ব্যাথা হয় তাহলে আপনার শারিরীক কোন সমস্যা থাকতে পারে এর জন্য একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত।