দামোদর নদকে বাংলার দুঃখের নদী বলা হয়। এই নদী ছোটনাাগপুর মালভুমির খামারপাত উচ্চভুমি থেকে উৎপন্ন হয়ে উলুবেডিয়ার কাছে হুগলি নদীতে মিশেছে। এই নদী মালভূমির মধ্যদিয়ে প্রবাহিিত হতে হতে হঠাৎ সমভুমিতে পরেছে। এই নদীর উৎপত্তি স্থল সমুদ্র সমতল থেকে ৫১০ মিটার উচুতে অবস্থিত এবং মিলনস্থল মাত্র ৩০ মিটার অবস্থিত। প্রবাাহপথে ঢালের পার্থক্য নদীটিকে অধীক বন্যাপ্রবন করে তুলেছে। ঘন ঘন বন্যার জন্য় এই নদীকে sorrow of bengal বলা হয়। নদীটি যেখানে মালভুমি ছেরে সমভুমিতে প্রবেশ করেছে বর্ধমান জেলার কাছে এর উচ্চতা ১৫০ মিটার।