নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো ক্রোমোজোম নামক অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সাধারণত বংশগতির পরিবহনে ক্রোমোজোমের DNA অণুগুলোর জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকৃত ধারক এবং জীবদেহের বৈশিষ্ট্যগুলো পুরষাণুক্রমে বহন করে। এজন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়।