1. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে।
2. রক্ত দেহের তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
3. রক্ত অন্ত্র থেকে শোষিত সরল খাদ্যবস্তু কোষে কোষে পৌঁছে দেয়।
4. রক্ত করছে এবং বিভিন্ন তরলে জলের সমতা বজায় রাখে।
5. রক্ত অ্যান্টিবডি গঠন করে দেহে রোগ জীবাণু প্রবেশে বাধা দেয়।