রক্তে বেশির ভাগ জল থাকে, এই জলিয় অংশকে প্লাজমা বলে । এছাড়াও রক্তের কোষীয় অংশকে রক্তকোষ বা করপাসলস বা রক্ত কণিকা বলে। এই রক্ত কণিকা গুলি হল তিন প্রকার, যথা - লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।