অমিতাভ বচ্চন, ভারতীয় চলচ্চিত্রের এক জনপ্রিয় ও সফলতম অভিনেতা । তাঁকে বলা হয় সিনেমার অর্থাৎ রূপালি পর্দার সুপারস্টার । জন্ম ১৯৪৫ সালের ১১ ই অক্টোবর । তার অভিনীত বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে ‘শােলে ’, ‘ মুকদ্দর কা সিকন্দর ’, ‘ সিলসিলা ’ ইত্যাদি । অমিতাভ বচ্চনের ‘ অ্যাংরি ইয়ংম্যান ইমেজ ’ তাকে জনপ্রিয়তার শীর্ষে তুলে দেয় । অল্প সময়ের জন্য তিনি রাজনীতিতেও আসেন ।