অরবিন্দ ঘােষ ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় রাজনৈতিক নেতা, স্বাধীনতা সংগ্রামী, যােগী ও দার্শনিক । তার জন্ম ১৮৭২ সালের ১৫ ই আগষ্ট এবং মৃত্যু হয় ১৯৫০ সালে । ১৮৯০ সালে তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন । রাজনীতিতে যােগ দিয়ে ১৯০৮ সালে তিনি আলিপুর বােমার মামলায় ধৃত হন । পরে রাজনীতি ত্যাগ করে অরবিন্দ পণ্ডিচেরীতে যােগ সাধনায় ব্রতী হয়ে দেশবাসীর কাছে ঋষি অরবিন্দ নামে খ্যাত হন । তার শ্রেষ্ঠ দার্শনিক গ্রন্থের নাম ‘ দি লাইফ ডিভাইন ’ ।