অবনীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সন্তান ও যশস্বী শিল্পী ও সাহিত্যিক । জন্ম ১৮৭১ ও মৃত্যু ১৯৫১ সালে । তিনি কবিগুরু রবীন্দ্রনাথের ভ্রাতুস্পুত্র । তার বিখ্যাত রচনা হল ‘ ক্ষীরের পুতুল ’, ‘ রাজকাহিনী ’, ‘ বুড়াে আংলা ’ ‘ বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী ’ ইত্যাদি ।