অসকার ওয়াইল্ড ছিলেন ইংরেজ নাট্যকার , কবি ও ঔপন্যাসিক । তাঁর জীবনকাল ১৮৫৪-১৯০০ । জন্ম আয়ারল্যান্ডে । ওয়াইল্ডের রচনার মধ্যে বিখ্যাত ‘ সালােম ' । এ ছাড়া তার ছােট গল্পের মধ্যে ‘ হ্যাপী প্রিন্স ’ আর ‘ দি সেলই জায়েন্ট ’ খুব বিখ্যাত । তার অন্য রচনা হল ‘দি পিকচার অব ডােরিয়ান গ্রে’, ‘দি ইমপরট্যান্স অব বিয়িং আর্নেস্ট' ।