অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন বিখ্যাত বাঙালি পণ্ডিত । তিনিই সর্বপ্রথম দুর্গম হিমালয় পার হয়ে তিব্বতে যান । পরে সেখানেই তাঁর দেহান্তর ঘটে । তিনি বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন । আচার্য শীলভদ্রের কাছে তাঁর দীক্ষালাভ হয় । তাঁর জীবনকাল ৭৭০-৮৪০ খ্রীষ্টাব্দের মধ্যবর্তী সময়ে ।