অলবিরুনী ছিলেন গজনীর সুলতান মামুদের রাজসভার এক মনীষী । তিনি ভারতবর্ষে আগমন করে সংস্কৃত ও হিন্দুদর্শন শিক্ষা করেন । তাঁর রচিত ‘ তহক ই - হিন্দ ’ - এ ভারতীয় দর্শন , জ্যোতির্বিদ্যা , গণিত , রসায়ন ইত্যাদি সম্বন্ধে প্রচুর তথ্য ছিল । অলবিরুনী ছিলেন পারসিক । তিনি ভারতবর্ষের একটি ইতিহাস ‘ তারীখ - উল হিন্দ ’ রচনাও করেছিলেন । তার জীবনকাল ৯৭৩-১০৪৮ খ্রীষ্টাব্দ ।