সম্রাট অশােক ছিলেন ভারতবর্ষের মৌর্য সাম্রাজ্যের তৃতীয় সম্রাট । তার রাজত্বকাল খ্রীষ্টপূর্ব ২৭৩-২৩৬ অব্দ । সম্রাট অশােক ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রজাপালক সম্রাট । তার পিতা ছিলেন বিন্দুসার । কলিঙ্গ যুদ্ধে এক লক্ষ মানুষের মৃত্যুতে ব্যথিত সম্রাট অশােক অহিংসা অবলম্বন করে বৌদ্ধধর্ম প্রচারে ব্রতী হন । সুমাত্রা, বাের্নিও, সিংহল দেশেও তিনি বুদ্ধের বাণী প্রচার করেন ।