লন্ডন শহরের কাছে গ্রীনিচ শহরকে শূন্য ডিগ্রী দ্রাঘিমা ধরলে প্রতি ১ ডিগ্রী অন্তর সময়ের পার্থক্য হয় ৪ মিনিট । তাই কোন লােক যদি একই সময়ে জাহাজে করে পূর্ব আর পশ্চিম দিকে যায় তাহলে দুজনে ১৮০ ডিগ্রী দ্রাঘিমা রেখায় মিলিত হলে পূর্বগামী ব্যক্তি ১৮০x৪ মিনিট ১২ ঘণ্টা এগিয়ে থাকবে আর পশ্চিমগামী ব্যক্তি ১২ ঘণ্টা পিছিয়ে থাকবে |