চলন্ত বাস বা ট্রাম থেকে উল্টো মুখে নামলে পড়ে যেতে হয় কারণ যখন আমরা গাড়ির মধ্যে থাকি তখন গতিজাড্যের ফলে আমাদের গতির অভিমুখ থাকে গাড়ির গতিমুখের দিকেই । উল্টো ভাবে নামলে সেই গতিজাড্যের ফলে অভিমুখ বদলে যায় আর গাড়ির গতিমুখেই আমাদের শরীরও এগিয়ে যায় ফলে পড়ে যেতে হয় ।