অনেক বিজ্ঞানীর ধারণা শনির কোন উপগ্রহ ভেঙে টুকরাে হয়ে যাওয়ায় তা শনির প্রচণ্ড আকর্ষণী শক্তির ফলে শনি গ্রহের চারপাশে বলয়ের আকারে ঘুরে চলেছে । অন্যরা বলেন শনির উপর ছড়িয়ে ছিল প্রচুর গ্যাস বা ধূলি ও বস্তুকণা । সেইগুলিই বলয়ের আকারে শনির চারপাশে ঘুরছে । বর্তমানে জানা গেছে অন্য কিছু গ্রহেরও বলয় আছে যেমন বৃহস্পতি ।