বিদ্যুৎ একটি শক্তি । মানুষের দেহ বিদ্যুৎ পরিবাহী । বিদ্যুৎ সাধারণতঃ পরিবাহী বস্তুর মধ্য দিয়ে মাটিতে প্রবেশ করতে চায় । ফলে বিদ্যুৎ পরিবাহিত হয়ে চলেছে এমন তারে হাত দিলে মানুষের শরীরের মধ্য দিয়ে বিদ্যুৎ মাটিতে প্রবেশ করে ও শক লাগে । রবারের বা শুষ্ক কাঠের মত কিছুতে দাঁড়িয়ে বা রবারের দস্তানা হাতে বিদ্যুৎ স্পর্শ করলে শক লাগে না ।