উত্তর মেরু ও দক্ষিণ মেরু হল পৃথিবীর দুটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র । ওই দুই জায়গায় আলােকের ইলেকট্রন ও প্রােটন কণা প্রবলভাবে আকর্ষিত হতে থাকে । ওই কণাগুলি যথাক্রমে অক্সিজেন নাইট্রোজেনের সংঘাতে লাল ও সবুজ রঙের আলাে বিকিরণ করতে থাকে । এই আলােকছটাকে অরােরা বা মেরুজ্যোতি বলা হয় ।