মানুষের মস্তিষ্কের ঠিক নিচে থাকে পিটুইটারী গ্রন্থি । এ থেকে নির্গত হরমােন বা একধরনের রস শরীরের হাড়ের পুষ্টি সাধন করে । পিটুইটারী গ্রন্থি কোন কারণে দুর্বল হয়ে নিজের কাজ যদি ঠিকমত না করতে পারে, তাহলে মানুষ এর ফলে বেঁটে হয় । আবার পিটুইটারী গ্রন্থির কাজ বেশি হলে মানুষ লম্বা হয় ।