পৃথিবীর বহু দেশেই নানা ধরনের প্রাণী আর উদ্ভিদ ক্রমে ক্রমে লুপ্ত হয়ে গেছে বা লুপ্ত হওয়ার পথে । মানুষের অপরিসীম লােভ আর নির্মমতাই এর কারণ । এই ভাবেই একদিন লােপ পেয়েছে ডােডাে পাখি, প্যাসেঞ্জার পায়রা, পাহাড়ি চিতা ইত্যাদি । এছাড়া লােপ পেয়েছে বহু রকম গাছ । অরণ্য নিধনই এ জন্য দায়ী । এই ভাবেই বিপজ্জনক স্তরে পৌঁছেছে বাঘ, সিংহ, কুমীর, বুনাে গাধা, গণ্ডার ইত্যাদি । সুখের ও আশার কথা এদের রক্ষার জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে ।