পাখি গাছের ডালে বসে ঘুমিয়ে থাকলেও পড়ে যায় কারণ পাখির পায়ের মাংসপেশী বিশেষভাবে তৈরি । বসে থাকার সময় মাংসপেশীর টানে পাখির আঙুল জুড়ে যায় । নিজে থেকে না খুললে তা খােলে না, শিকলের মতই তা গাছের ডালে আঁকড়ে থাকে ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।